আদালতের সমন জারি নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক

আলিপুরদুয়ার, ২১ নভেম্বরঃ ‘রাজনীতিতে বিভিন্ন ধরনের মামলা ও মিথ্যা মামলা হয়।রাজনীতি করতে গিয়ে অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়ে থাকে।এটা রাজনীতির খারাপ পার্ট।আইনকে সম্মান করতে হবে সকলকে’-আলিপুরদুয়ার আদালতের সমন পাঠানো নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।


‘উত্তরবঙ্গে উন্নয়ন যারা দেখতে পায় না তাদের চোখে হারপিক দিতে হবে’- এমনটাই মন্তব্য করেন মন্ত্রী উদয়ন গুহ।তার পাল্টা জবাবে তিনি বলেন, কারও ব্যক্তিগত মতামতের বিরুদ্ধে বলতে চাই না।আমাদের দেশ ও সমাজের জন্য ভাবনা অনেক বেশি।কুৎসার রাজনীতি থেকে বেরিয়ে এসে যুবকদের পাশে দাঁড়ানোর কথা বলেন তিনি।

প্রসঙ্গত, সোনা চুরি মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে সমন জারি করেছে আলিপুরদুয়ার আদালত।আগামী ৭ ডিসেম্বরের মধ্যে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে আদালত।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *