নিয়োগের দাবিতে উত্তরকন্যা অভিযান টেট উত্তীর্ণদের, মিছিল আটকে দিল পুলিশ

শিলিগুড়ি, ৬ মেঃ নিয়োগের দাবিতে উত্তরকন্যা অভিযান টেট উত্তীর্ণদের।  


২০২০ সালে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ২০১৪ সালের টেট পরীক্ষায় ২০ হাজার চাকরি প্রার্থীর থেকে সাড়ে ১৬ হাজার চাকরিপ্রার্থীর শীঘ্রই নিয়োগ হবে এবং বাকিদের ধাপে ধাপে নিয়োগ করা হবে।তবে তাদের মধ্যে ১৩ হাজার প্রার্থীকে ইনক্লুডেড করলেও বাকিদের নট ইনক্লুডেড বলে জানানো হয়।

এই কারণে বাকিদের নিয়োগের দাবিতে আজ উত্তরকন্যা অভিযান করেন টেট উত্তীর্ণরা।এদিন নৌকাঘাট মোড় থেকে মিছিল শুরু হয়।তিনবাত্তি মোড়ে পৌঁছোতেই মিছিল আটকে দেয় পুলিশ।এদিনের অভিযানে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে টেট উত্তীর্ণরা সামিল হন।মিছিল আটকে দিলে জাতীয় সড়কেই চলে বিক্ষোভ।পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিও হয়।এরফলে বেশকিছুক্ষন বন্ধ থাকে যান চলাচল।


পরবর্তীতে পাঁচজনের একটি দল উত্তরকন্যায় গিয়ে স্মারকলিপি জমা দেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *