নিয়ম না মানলে নিতে হবে আইনি ব্যবস্থা, আবেদন সমাজসেবী অনিমেষ বসুর

শিলিগুড়ি, ২৭ জুন: শহরে দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ইতিমধ্যেই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন নিয়ম লাগু করেছে। 


তবে সেই নিয়মকে একপ্রকার বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের খেয়ালখুশি মতো চলছে সাধারণ মানুষ। এর ফলে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মানুষকে সচেতন করতে রাস্তায় নামলেও কাজের কাজ কিছুই হয়নি।

শনিবার ফের যুবভারতী ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে মোট ৩০টি স্বেচ্ছাসেবী সংগঠন একত্রিতভাবে পথে নামেন মানুষকে সচেতন করতে। এদিন সংস্থার তরফে চলতি মানুষকে মাস্ক ও হ্যান্ড বিল বিতরণ করা হয়।


পরিবেশপ্রেমী অনিমেষ বসু জানান, এই পরিস্থিতিতে সময় এসেছে নিয়ম ভঙ্গ কারীদের উপর আইনি ব্যবস্থা গ্রহণ করার। তা না হলে আগামীতে করোনা আক্রান্তের সংখ্যায়  শুধু শিলিগুড়ি নয় সমগ্র দেশ বিশ্বে প্রথম স্থানে উঠে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMarsbahis YeniMeritking Girişpusulabet girişholiganbet