আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে নিয়ম ভেঙে অনুষ্ঠান করছে কেন্দ্র ও রাজ্যের শাসকদল-অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি, ১৬ আগস্টঃ স্বাস্থ্যবিধি  আইন মানছে না কেন্দ্র ও রাজ্যের শাসকদল, আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে নিয়ম ভেঙে অনুষ্ঠান করছে তারা।এমনটাই অভিযোগ করলেন বাম নেতা অশোক ভট্টাচার্য।


রবিবার হিলকার্ট রোডের সিপিএম-এর দলীয় দপ্তরে জেলা কমিটির সভায় মিলিত হন বাম নেতৃত্বরা। পরবর্তীতে একটি সাংবাদিক বৈঠকে সিপিএমের জেলা সম্পাদক জীবেস সরকার ও অশোক ভট্টাচার্য করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

জীবেস সরকার জানান, বর্তমানে এই জেলায় সারি হাসপাতালের অভাব রয়েছে।জেলায়  সারি হাসপাতাল না থাকায় করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে।অবিলম্বে জেলায় একটি সারি হাসপাতালের দাবি জানান তিনি।


অন্যদিকে, ২০২১ এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ  করে এগোতে চাইছে কেন্দ্র ও রাজ্যের শাসক দল। সেই কারণেই সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে গণজমায়েত করে নিজেদের প্রচার সারছেন তারা। এমনই অভিযোগ করেন বাম নেতা অশোক ভট্টাচার্য।তিনি বলেন, স্বাস্থ্যবিধী না মেনে অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জেলায় ১৫ আগস্ট উপলক্ষে স্বাস্থ্য বিধি না মেনে গন জমায়েত করে স্টেজে উঠে মন্ত্রীর গান করা, সবটাই  নিজেদের রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার লক্ষ্যেই করা হচ্ছে বলে কটাক্ষ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *