চোপড়া,২৬ এপ্রিলঃ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাড়িয়ে থাকা সরকারী বাসের পেছনে ধাক্কা পিকআপ ভ্যানের।ঘটনায় জখম হয়েছে পিকআপ ভ্যান চালক।
জানা গিয়েছে, সোমবার দুপুরে যান্ত্রিক গোলযোগের কারণে কালাগছ বাসস্ট্যান্ড সংলগ্ন জাতীয় সড়কে দাঁড়িয়েছিল একটি সরকারী বাস।সেইসময় শিলিগুড়িগামি একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির পেছনে সজোরে ধাক্কা মারে।ঘটনায় জখম হয় পিকআপ ভ্যান চালক।পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।