রাজগঞ্জ,৪ এপ্রিলঃ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল গম বোঝাই ট্রাক।সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সাহুডাঙ্গী -গন্ডারমোড় রাজ্যে সড়কের গন্ডারমোড় সংলগ্ন এলাকায়।যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
জানা গিয়েছে, বিহার থেকে গম নিয়ে গন্ডার মোড় সংলগ্ন একটি কারখানায় যাচ্ছিল ট্রাকটি।সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় ট্রাকটি।কোনরকমে ট্রাকের ভেতর থেকে বেরিয়ে আসে চালক ও সহকারী চালক।যদিও কারও তেমন কোনও আঘাত লাগেনি।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।