শিলিগুড়ি, ২৪ নভেম্বরঃ শিলিগুড়ি সংলগ্ন ঠাকুরনগর রেলগেট থেকে জাবরাভিটা হনুমান মন্দির পর্যন্ত রামনগর মজদুর কলোনি এলাকায় রেলের উচ্ছেদ নোটিশের প্রতিবাদে সোমবার এনজেপি এডিআরএম অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল নমঃশূদ্র উদ্বাস্তু সেল।
সোমবার রামনগর কলোনি থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে এনজেপি এডিআরএম অফিসের সামনে এসে শেষ হয়। এদিনের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন তৃণমূল নমঃশূদ্র উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার, শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জলপাইগুড়ি জেলা পরিষদ সদস্য মনীষা রায় এবং ডাবগ্রাম–ফুলবাড়ী ব্লক সভাপতি দিলীপ রায়।
মিছিল ও বিক্ষোভ দেখানোর পর উদ্বাস্তু সেলের প্রতিনিধিদল এডিআরএম কার্যালয়ে রেল কর্তৃপক্ষের হাতে একটি স্মারকলিপি জমা দেন।
এই বিষয়ে তৃণমূল নমঃশূদ্র উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার জানান, রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।তবে উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত না থাকায় পূর্ণাঙ্গ আলোচনা করা যায়নি।আমরা পরিষ্কার জানিয়েছি—এলাকার গরিব মানুষের উপরে নতুন করে উচ্ছেদের নোটিশ চাপিয়ে দেওয়া চলবে না।ফের উচ্ছেদ নোটিশ পাঠানো হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।
