ফের বন্দে ভারতকে লক্ষ্য করে ছোঁড়া হল পাথর, অভিযোগ দায়ের করলো আরপিএফ  

শিলিগুড়ি, ৪ জানুয়ারিঃ মালদার পর ফের এনজেপিতে আক্রান্ত বন্দে ভারত।মঙ্গলবার দুপুরে এনজেপিতে ঢোকার সময় বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়।ভেঙে যায় ট্রেনের জানলার কাঁচ।ঘটনার পরই নড়েচড়ে বসে রেল দপ্তর।বুধবার এনজেপিতে আরপিএফ ও জিআরপিএফ এর কর্তাদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন আরপিএফ এর অ্যাসিস্টেন্ট সিকিউরিটি কমান্ডেন্ট  এমডি ফারুক।


বৈঠক শেষে তিনি বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় মালদহ জেলার কুমারগঞ্জে হাওড়াগামী বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটে।পাথরের আঘাতে ট্রেনটির সি-১৩ কোচের একটি দরজার কাঁচ ভেঙে যায়। সামনে আসে সেই ভাঙা দরজার ছবি।ঘটনায় অভিযোগ দায়ের করে উত্তর-পূর্ব সীমান্ত রেল।মঙ্গলবার মালদহের সামসি স্টেশনে অভিযোগ দায়ের করা হয়।এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের এনজেপি ঢোকার আগে বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়।এরপরই নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষ।  


   

 

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *