এনজেপিতে শিশুকে অপহরণ করে কয়েক কিলোমিটার দূরে ফেলে দিয়ে গেল দুষ্কৃতিরা, আতঙ্কে এলাকাবাসী

শিলিগুড়ি, ২৯ জুলাইঃ থানা থেকে পাঁচশো মিটার দূরত্বে ৯ বছরের এক শিশুকে অপহরণ করে কয়েক কিলোমিটার দূরে ফেলে দিয়ে গেল দুষ্কৃতিরা।বৃহস্পতিবার ভর সন্ধ্যায় এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় এনজেপি থানা অন্তর্গত সূর্যসেন কলোনি ই-ব্লক এলাকায়।ঘটনার পর থেকেই আতঙ্কে এলাকাবসী।


জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে একটি দোকানে খাবার জিনিস আনতে গিয়েছিল এলাকার বাসিন্দা দিলীপ দাসের ছেলে সায়ন দাস।অভিযোগ, সেইসময় ৩ জন তাকে ডেকে তার মুখ চেপে ধরে এবং একটি মারুতি গাড়িতে তোলে।গাড়িতে মারধর করা হয় বলে অভিযোগ।পরবর্তীতে এনজেপি সারদা স্কুলের সামনে তাকে ফেলে দিয়ে চম্পট দেয় তিন দুষ্কৃতি।এরপর এক টোটো চালক তাকে বাড়িতে পৌঁছে দেয়।

সায়ন জানায়, অভিযুক্ত ৩ জন মাস্ক পরেছিল।আমাকে মারধর করে সারদা স্কুলের সামনে ফেলে দিয়েছিল।এরপর এক টোটো চালক আমাকে বাড়ির কাছে পৌঁছে দেয়।


ঘটনার পরই এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে সায়নের পরিবার।

এমন ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পুলিশের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগরে দেন।স্থানীয়রা অভিযোগ করে বলেন, এনজেপি থানা ঘেঁষে এই এলাকা হলেও দিনভর চলে নেশার আড্ডা।বহিরাগতদের আনাগোনা লেগেই থাকে।পুলিশ সব জেনেও চুপ করে রয়েছে।বর্তমানে পরিবার নিয়ে আতঙ্কে রয়েছেন তারা।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *