এনজেপিতে তেল চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য, আহত কয়েকজন

শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ এনজেপিতে তেল চুরির ঘটনা ঘিরে শনিবার রাতে চাঞ্চল্য ছড়ায়।প্রহৃত এলাকার বাসিন্দারা।


জানা গিয়েছে, বিগত সময় তেল চুরির সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।সেইসময় ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পেয়েছিল শহর শিলিগুড়ি।এরপরও তেল চুরির ঘটনা ঘটছে।ফের যাতে অগ্নিকান্ডের মত ঘটনা  না ঘটে এই কারণে সরব হয়েছিলেন ইন্ডিয়ান অয়েল সংলগ্ন এলাকার বাসিন্দারা।শনিবারও তেল চুরির ঘটনায় বাঁধা দিতে গেলে প্রহৃত হন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, ঘরে ঢুকে মারধর করা হয় এলাকাবাসীদের।রেহাই পায়নি মহিলারাও।খবর পেয়ে এলাকায় যায় এনজেপি থানার পুলিশ।

রবিবার সকালে বেশ কয়েকজনের নামে এনজেপি থানায় অভিযোগ দায়ের করেন প্রহৃত বাসিন্দারা।বাসিন্দারা জানান,তেল মাফিয়াদের দৌড়াত্বে এলাকায় টিকে থাকা মুশকিল হয়ে পড়ছে।ফের বড়সড় অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।অবিলম্বে এর বিরুদ্ধে প্রশাসন নজর দিক এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানান তারা।


ঘটনা নিয়ে নিন্দায় সরব হন এলাকার কাউন্সিলর সম্পা নন্দী।তিনি জানান, এই ধরনের অবৈধ কারবারকে  কোনভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।সমাজ বিরোধীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করুক এমনটাই জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *