এনজেপি থানা এলাকায় বসলো ৬৩টি সিসি ক্যামেরা

শিলিগুড়ি, ১১ মেঃ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল এনজেপি থানা এলাকাকে।বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হলো সিসি ক্যামেরা।এই ক্যামেরা দিয়ে চলবে নজরদারি।


বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শহর শিলিগুড়ি একপ্রকার শান্তিপূর্ণ।শিলিগুড়ি শহর ও তার পাশ্ববর্তি অঞ্চলের  সেই বৈশিষ্ট ধরে রাখতে বদ্ধপরিকর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।সেই কারনে কোনরকম অপ্রীতিকর  ঘটনা যাতে না ঘটে তা রুখতে থানা এলাকায় সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নেওয়া হয়।সেইমত এনজেপি থানা এলাকার ২১টি গুরুত্ব পূর্ণ স্থানকে চিহ্নিত করে ৬৩টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।এই সমস্ত ক্যামেরার মাধ্যমে শহরের নিরাপত্তা খতিয়ে দেখা হবে।

মঙ্গলবার এনজেপি থানায় এই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনার ডিপি সিং এছাড়াও উপস্থিত ছিলেন ডিসিপি হেডকোয়ার্টার জয় টুডু সহ অন্যান্যরা।


ডিসিপি হেড কোয়ার্টার জয় টুডু বলেন, ১৪-১৫ লক্ষ টাকা ব্যয়ে এই কাজটি করা হচ্ছে।বর্তমানে ভক্তিনগর এবং এনজেপি থানা ক্যামেরা বসানো হয়েছে।সরকারের তরফেও ক্যামেরা দেওয়া হয়েছে।কয়েকদিনের মধ্যে আরও ক্যামেরা বিভিন্ন জায়গায় বসানো হবে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *