শিলিগুড়ি, ১১ এপ্রিলঃ দার্জিলিং ভ্রমণ করতে এসে টয়ট্রেন সফর পর্যটকদের কাছে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু।গরমের সময়ে পর্যটকদের ঢল নামে দার্জিলিঙে।ভরা পর্যটনের মরসুমে আচমকাই এনজেপি থেকে সকাল ১০ টার টয়ট্রেন সফর বাতিল করা হয়।যার জেরে মন খারাপ অনেকের।অনেকেই করলেন ক্ষোভ প্রকাশ।
জানা গিয়েছে, মঙ্গলবার তেলেঙ্গানা, অসম,কলকাতা সহ বিভিন্ন জায়গার পর্যটকেরা এনজেপি’তে আসেন।বহু পর্যটক টয়ট্রেনে চেপে দার্জিলিং যাওয়ার জন্য আগে থেকেই টিকিট কেটে স্টেশনে অপেক্ষা করছিলেন।এই সফরের জন্য উৎসাহীও ছিলেন তারা।
তবে ট্রেন ছাড়ার প্রায় ঘন্টা খানেক আগে রেলের তরফে জানানো হয় টয়ট্রেন বাতিল করা হয়েছে।কারণ হিসেবে জানানো হয় ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় টয়ট্রেন পরিষেবা বাতিল করা হল।আর তা শুনেই বেজায় মনখারাপ অনেকের।এই নিয়ে পর্যটকদের মধ্যে ক্ষোভেরও সৃষ্টি হয়।এরপর বিকল্প পথেই শৈলশহরের উদ্দেশ্যে রওনা দেন পর্যটকেরা।