রেলের পার্কিং নিয়ে বিক্ষোভে দেখালো এনজেপি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন

শিলিগুড়ি, ২৫ জানুয়ারিঃ দীর্ঘদিন ধরেই রেলের জায়গা দখল করে তা ব্যবহার করছিল এফসিআই এর এনজেপি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। সেই পার্কিং ব্যবহার করলে দিতে হবে পার্কিং ফি।রেলের এই সিদ্ধান্তের পর ক্ষোভ প্রকাশ করলেও পরবর্তীতে  পার্কিং দিয়েই গাড়ি রাখছিল ট্রাক অ্যাসোসিয়েশন।  


তবে পার্কিং এর সঠিক সুযোগ-সুবিধা না দেওয়া হলে কোন ফি দেওয়া হবে এমনই দাবি জানিয়ে আজ বিক্ষোভ দেখালো এনজেপি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনের সম্পাদক মনোজ পাল জানান,যতক্ষন না জল শৌচালয় সহ অন্যান্য ব্যবস্থা পার্কিংয়ে না করা হচ্ছে, ততক্ষন কোন ফি তারা দেবেন না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *