শিলিগুড়ি,২৬ মেঃ কাটিহার, আলিপুরদুয়ারের মতো এনজেপিকেও ডিভিশন করতে হবে। শিলিগুড়িতে রেলের প্যাসেঞ্জার অ্যামিনিটি কমিটি চেয়ারম্যানের কাছে সেই দাবিই তুললেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধানসভার বিধায়িকা শিখা চ্যাটার্জি।
রেলের বিভিন্ন কর্মী ইউনিয়নগুলির তরফে এনজেপিকে ডিভিশন করার দাবি বহুদিনের। এনজেপি থেকে প্রচুর ট্রেন, মালবাহী ট্রেন পরিচালনা করা হয়। প্রচুর কর্মীরা এখানে কাজ করেন। বিভিন্ন কাজে তাঁদের কাটিহার যেতে হয়। ফলে এখানে ডিভিশন হলে প্রচুর সুবিধা হবে। গত কয়েকদিন ধরেই শিলিগুড়ি, দার্জিলিঙে গিয়ে বেশকিছু স্টেশন পরিদর্শন করেছেন প্যাসেঞ্জার অ্যামিনিটি কমিটির চেয়ারম্যান পিকে কৃষ্ণ দাস। এদিন এনজেপিতে এডিআরএম অফিসে রেলের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন চেয়ারম্যান। সেখানেই এনজেপিকে নতুন ডিভিশন করার দাবি করেন শিখা চ্যাটার্জি। আগামীতে লিখিতভাবেও তাঁর দাবিপত্র রেলকে পাঠাবেন বলে জানান বিধায়িকা।
চেয়ারম্যান পিকে কৃষ্ণ দাস জানান, বিষয়টি রেলওয়ে বোর্ডকে জানানো হবে। অন্যদিকে বিভিন্ন স্টেশনগুলিতে গিয়ে সেখানকার অবস্থা ও পরিকাঠামোগত বিষয়গুলি খতিয়ে দেখেছেন তিনি।