লোকসভা ভোটের আগে চমক! উদ্বোধন হল ‘এনজেপি-পাটনা’ বন্দে ভারত এক্সপ্রেসের

শিলিগুড়ি,১২ মার্চঃ লোকসভা ভোটের আগে নতুন আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস পেল উত্তরবঙ্গবাসী। মঙ্গলবার এনজেপি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হল।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি ট্রেনের উদ্বোধন করেন।১৪ মার্চ থেকে নতুন বন্দে ভারত এক্সপ্রেসটি চলাচল করবে। 


এনজেপি থেকে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু হল। এর আগে এনজেপি-হাওড়া ও এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত চালু হয়েছে। মঙ্গলবার এনজেপি স্টেশনে উপস্থিত ছিলেন এনএফ রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিআরএম, মুখ্য জনসংযোগ আধিকারিক সহ অন্যান্য রেল কর্তারা। পাশাপাশি সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক শংকর ঘোষ এদিন স্থানীয়ভাবে ফ্ল্যাগ অফ করেন নয়া এই সেমি বুলেট ট্রেনের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO