শিলিগুড়ি, ২৪ মেঃ শিলিগুড়ির মৃতপ্রায় নদীগুলিকে ছন্দে ফেরাতে তৎপর হয়েছে শিলিগুড়ি পুরনিগম।সেচদপ্তরের তরফে শহরের জোড়াপানি নদী সহ বিভিন্ন নদী সংস্কারের কাজ শুরু করা হয়েছে।সেই কাজ খতিয়ে দেখতে শুক্রবার পরিদর্শনে গেলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, এদিন ৩৪ নম্বর ওয়ার্ডে নদী সংস্কারের কাজ পরিদর্শনে যান মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জঞ্জাল বিভাগের মেয়র পারিষদ মানিক দে সহ অন্যান্যরা।৩৪ নম্বর ওয়ার্ডের পাশাপাশি ৩৫,৩৬,৩৭ এবং ৩৮ নম্বর ওয়ার্ডেও নদীর কাজ খতিয়ে দেখেন তারা।
মেয়র পারিষদ মানিক দে জানান, শহরকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতেই এই প্রচেষ্টা চলছে।নদী খননের ফলে এবছর বর্ষায় শহর অনেকটাই জল মুক্ত থাকবে বলে আশাবাদী তিনি।