শিলিগুড়ি, ২৩ জুলাইঃ বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ ৮ বছর বয়সী এক নাবালক।ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও মেলেনি খোঁজ।লাগাতার তল্লাশি চালাচ্ছে সিভিল ডিফেন্সের টিম।
জানা গিয়েছে, শুক্রবার শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের দুই নম্বর পঞ্চানন কলোনির বাসিন্দা বাসুদেব বর্মনের ৮ বছর বয়সী ছেলে চিরঞ্জিত বর্মন স্কুল থেকে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে যায়।স্নান করে বন্ধুরা বাড়ি ফিরে গেলেও চিরঞ্জিত একাই নদীতে স্নান করছিল বলে জানা যায়।এদিকে ছেলে বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা।অনেক খোঁজাখুঁজির পর এক যুবক জানায় শেষবার চিরঞ্জিতকে নদীতে দেখেছিল সে।
এরপর নদীতে গিয়ে খোঁজ করলেও তাকে পাওয়া যায়নি।পরে পুলিশ ও সিভিল ডিফেন্সের দলকে খবর দেওয়া হয়।খবর পেয়েই ঘটনায় পৌঁছায় সিভিল ডিফেন্সের দল।শুরু হয় নাবালকের খোঁজ।তবে এখনও অবধি নাবালকের খোঁজ মেলেনি।গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।