মহানন্দা নদীতে তলিয়ে যাওয়া যুবকের খোঁজে বিপর্যয় মোকাবিলা দল

রাজগঞ্জ, ১৭ আগস্টঃ স্বাধীনতা দিবসের দিনে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের কাছে দুই বন্ধু মিলে মাছ ধরতে গিয়ে তলিয়ে যায় ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের জামুরিভিটার মানিক বিশ্বাস।এখনও অবধি তার খোঁজ মেলেনি।


সোমবার যুবকের খোঁজে নদীতে তল্লাশি চালাতে নামানো হল বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।এনডিআরএফ-এর দল আজ সকাল থেকে জোর তল্লাশি শুরু করেছে ক্যানেল ও তার পার্শ্ববর্তী এলাকায়।

প্রসঙ্গত, শনিবার সকালে মানিক তার বন্ধু দিলীপ দাসকে সঙ্গে নিয়ে ফুলবাড়ি ব্যারেজে মাছ ধরতে যায়।সেইসময় মহানন্দা নদী পার হতে গিয়ে দিলীপ নদী পার হতে পারলেও মানিক জলের তলে চলে যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSCASİBOM GİRİŞ