রাজগঞ্জ,১০ এপ্রিলঃ গজলডোবা যাওয়ার পথে পারমুন্ডা এলাকায় নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার। রবিবার বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে ওই যুবক তলিয়ে যায়। সোমবার যুবকের দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম ঋত্বিক রায়। বাড়ি ফুলবাড়ির ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগরে। মৃত যুবকের এক আত্মীয় জানান, ঋত্বিক টোটো নিয়ে এসেছিল। কিন্তু সেই টোটো পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারমুন্ডা পার্কের পাশে তিস্তার সাব ক্যানেল রয়েছে। ওই ক্যানেলের জল পাশের নিম নদীতে গিয়ে পড়ে। গরমের সময় বহিরাগত তরুণ ও যুবকরা সেখানে স্নান করতে আসে। রবিবার পারমুন্ডা পার্ক সংলগ্ন সাব ক্যানেল ও নিম নদীর সংযোগস্থলে বহিরাগত প্রায় ৫০ জন তরুণ ও যুবক স্নান করছিল। সেখানেই ওই যুবক তলিয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিলনপল্লি ফাঁড়ির পুলিশ।আজ স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় নদীতে তল্লাশি চালানো হলে ওই যুবকের দেহ উদ্ধার হয়।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও কয়েকজন ওই স্থানে জলে ডুবে মারা গিয়েছে। তাই পার্কটি বন্ধ করে দেওয়া দরকার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।