বিধাননগর,২২ সেপ্টেম্বরঃ ১০ লক্ষ টাকার নকল মদ তৈরির সরঞ্জাম সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ।
ফাঁসিদেওয়ার বিধাননগরের মুরালিগঞ্জ চেকপোস্টে নাকা তল্লাশির সময় একটি পিকআপ ভ্যান আটক করা হয়।পিআপ ভ্যানটি থেকে বিপুল পরিমাণ নকল মদ বানানোর সরঞ্জাম সহ ২০০ লিটার কাঁচা স্পিড, বিভিন্ন বিদেশি মদের স্টিকার, কাঁচের বোতল, ছিপি উদ্ধার করে পুলিশ।ঘটনায় পিকআপ ভ্যানের চালককে গ্রেফতার করা হয়।ধৃত চালকের নাম বিপ্লব পাসোয়ান।বাড়ি রায়গঞ্জে।ধৃতকে শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হয়েছে।