নর্থ বেঙ্গল বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপে শিলিগুড়ির নাম উজ্জ্বল করল দুই যুবক

শিলিগুড়ি, ৫ জুলাইঃ আলিপুরদুয়ারে অনুষ্ঠিত নর্থ বেঙ্গল বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস চ্যাম্পিয়নশিপ-২০২২ প্রতিযোগিতায় যোগদান করে শিলিগুড়ির নাম উজ্জ্বল করল দুই যুবক পুলক বর্মন এবং আকাশ মল্লিক।


জানা গিয়েছে, গত ৩ জুলাই আলিপুরদুয়ারে চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়।এই চ্যাম্পিয়নশিপে গোটা উত্তরবঙ্গের পাশাপাশি শিলিগুড়ির মহানন্দা জিম সেন্টারের দুই যুবক আকাশ ও পুলক  অংশগ্রহণ করে।প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আকাশ মল্লিক বডি বিল্ডিংয়ে প্রথম এবং ফিটনেসে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছেন।একই সঙ্গে বডি বিল্ডিংয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন পুলক বর্মন।আকাশ ও পুলকের এই সাফল্যে শহরবাসীর পাশাপাশি মহানন্দা জিম সেন্টারের কোচ পাপ্পু রায়ও খুশি।

এই বিষয়ে আকাশ মল্লিক বলেন, ছোটোবেলায় ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার, তবে আর্থিক সমস্যার কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি।এরপর ফিটনেসের জন্য ৪ বছর আগে জিমে যাওয়া শুরু করি।সেই থেকে বডি ব্লিডিং এর স্বপ্ন দেখতে শুরু করি।আজ সফলতা পেয়েছি।আমার এই সাফল্যের পেছনে কোচ পাপ্পু রায়ের অবদানও রয়েছে।


অন্যদিকে পুলক বর্মন জানায়, কোচের গাইড এবং কঠোর পরিশ্রমই আজ এই সাফল্য এনে দিয়েছে।গত দুবছর ধরে কোচ পাপ্পু রায়ের তত্ত্বাবধানে জিম করছি।বডি বিল্ডিংয়ে এত সাফল্য পাবো তা কখনো ভাবিনি।এখন স্বপ্ন মিস্টার ইন্ডিয়া হওয়ার।

এই বিষয়ে কোচ পাপ্পু রায় জানান, আকাশ ও পুলক আমার নাম উজ্জ্বল করেছে।দুজনের সাফল্যে আমি খুব খুশি।দুজনকে নিয়ে এবার মিস্টার ইন্ডিয়ার প্রস্তুতি শুরু করবো।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *