করোনায় আক্রান্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একাধিক চিকিৎসক-স্বাস্থ্যকর্মী, বাড়ছে উদ্বেগ  

শিলিগুড়ি, ৪ জানুয়ারিঃ ওমিক্রন আতঙ্কে গোটা দেশ।রাজ্যেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা কর্মীরা আক্রান্ত হচ্ছেন।


করোনা সংক্রমণের ধাক্কা এবারে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।গতকাল টেস্ট করার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্যকর্মী, জুনিয়র ডাক্তার, নার্স ও আধিকারিক মিলিয়ে মোট ২৫ জন করোনা আক্রান্ত।গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই জরুরি বৈঠক করে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

এই বিষয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ডঃ সঞ্জয় মল্লিক বলেন, আতঙ্কিত হ‌ওয়ার কিছু নেই। জনগণের সচেতনতা বৃদ্ধি দরকার।করোনা আক্রান্তের সংখ্যা বাড়লে বেডের সংখ্যা নিয়ে সমস্যা হতে পারে।সরকারের গাইডলাইন মেনে কাজ চলবে।তবে পুরো বিষয়টি নিয়ে মেডিক্যাল কলেজ তৈরি বলে জানান তিনি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *