শিলিগুড়ি, ১০ এপ্রিলঃ স্ব-বেতন ছুটি, স্থায়ীকরণ সহ একাধিক দাবীতে আন্দোলনে সরব হল নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফোরাম।
জানা গিয়েছে, সোমবার সুপারের ঘরের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা।তাদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।
এই বিষয়ে সংগঠনের সভাপতি প্রশান্ত সেনগুপ্ত জানান,সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমরা।অবিলম্বে স্ববেতন ছুটি, সমস্ত রকম সরকারি সুযোগ-সুবিধা প্রদান, কর্মীদের স্থায়ীকরণ করতে হবে।আমাদের দাবী না মানা হলে আগামীতে আইনি আন্দোলনের পথে হাঁটবেন বলে জানান তিনি।