শিলিগুড়ি, ৭ মেঃ স্থানান্তরিত করা হবে নেপালি কবি পারিজাতের মূর্তি।মঙ্গলবার পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
জানা গিয়েছে, নতুন রুপে সেজে উঠছে শহর শিলিগুড়ি।জোর কদমে চলছে কাজ।শিলিগুড়ির চেকপোস্টে তৈরি হবে ফ্লাইওভার ব্রিজ।যেকারনে নেপালি কবি পারিজাতের মূর্তি স্থানান্তর করা হবে।তবে বর্তমান পারিজাত চক থেকে কিছুটা দূরেই নতুন করে বসানো হবে পারিজাতের মূর্তি।এছাড়াও শহরের রাস্তায় নতুন করে গাছ লাগানো হবে বলে উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুরনিগম।এই কারণে আজ পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা।
এদিন মেয়র গৌতম দেব জানান, নেপালি কবি পারিজাতের মূর্তি স্থানান্তরিত করে কিছুটা দূরেই প্রতিস্থাপন করা হবে।পাশাপাশি রাস্তা সংলগ্ন গাছগুলোকে তুলে পুনরায় প্রতিস্থাপন করা হবে।