শিলিগুড়ি, ১৮ মার্চঃ ফের পাচারের আগে উদ্ধার লক্ষাধিক টাকার অবৈধ বিদেশী মদ।ঘটনায় গ্রেফতার এক।
জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে অরুনাচল প্রদেশ থেকে বক্সিরহাট হয়ে বিহারে পাচারের উদ্দেশ্যে প্রচুর মদ ট্রাকের গোপন চেম্বারে নিয়ে যাওয়া হচ্ছে।সেই খবর অনুযায়ী বৃহস্পতিবার সকালে ফুলবাড়ি চেকপোস্টে ঘাঁটি গাড়ে এনজেপি থানা পুলিশের একটি দল। এরপর মদ বোঝাই ট্রাকটি ফুলবাড়িতে পৌঁছালে আটক করা হয়।ট্রাকটিতে তল্লাশি চালাতেই ইটের আড়ালে গোপন চেম্বারে মেলে ৭০০ কার্টুন বিদেশী মদ।উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ১১ লক্ষ টাকা।ঘটনায় গ্রেফতার করা হয় ট্রাক চালক ত্রিলোকি শর্মাকে।ধৃত ট্রাক চালক বিহারের ছাপরার বাসিন্দা।
শুক্রবার ধৃতকে জলাপিগুড়ি আদালতে পাঠানো হয়।