রাজগঞ্জ, ৪ জানুয়ারি: চার মাস বন্ধ থাকার পর অবশেষে খুলল রাজগঞ্জের রজনী টি গার্ডেন। গত বছর ৩ সেপ্টেম্বর বেতন,বোনাস সহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের জেরে বাগান বন্ধ কর চলে যায় মালিক পক্ষ। ফলে সমস্যায় পড়ে বাগানের প্রায় ৭৫ জন শ্রমিক।সোমবার বাগান খোলায় খুশির হাওয়া চা বাগানের শ্রমিকদের মধ্যে।
এই বিষয়ে তরাই ডুয়ার্স প্ল্যান্টেশন ওয়ার্কার্স ইউনিয়নের ( টিডিপিডব্লুইউ ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তপন দে বলেন, দীর্ঘ চার মাস ধরে এই বাগান বন্ধ ছিল। মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর আজ থেকে বাগান চালু করা হল। সেই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি, বোনাস ও গ্র্যাচুইটি দিতেও রাজি হয়েছেন মালিকপক্ষ।
রজনী টি গার্ডেনে র ম্যানেজার মনতোষ রায় বলেন, বছরের প্রথম সপ্তাহে বাগান খোলা হল।আলোচনা করে শ্রমিকদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া হবে।