অনলাইনেই হবে সমস্ত ট্রাফিক সমস্যার সমাধান   

শিলিগুড়ি, ১৯ নভেম্বরঃ ডিজিটাল হচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।ট্রাফিক নিয়ম অমান্য করলে এখন থেকে অনলাইনে কাটা হবে চালান।শুক্রবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ট্রাফিক বিভাগের আধিকারিকদের পিওএস মেশিন প্রদান করলেন কমিশনার গৌরব শর্মা।এই পিওএস মেশিনের মাধ্যমে ট্রাফিক নিয়ম অমান্যকারীদের অনলাইনে জরিমানা দিতে হবে।পাশাপাশি সমস্ত কাজই করা হবে অনলাইনে।


বর্তমানে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে।একদিকে যেমন ট্রাফিক নিয়ম মজবুত করা হচ্ছে।পাশাপাশি বিভিন্ন ট্রাফিক গার্ডের তরফে ট্রাফিক ডিভাইডারে গাছ লাগানো হয়েছে।শহরকে যানজট মুক্ত রাখতে বিভিন্নভাবে প্রচেষ্টা করছে পুলিশ।

ট্রাফিক সমস্যার সমাধান এবং পুলিশের কাজে স্বচ্ছতা আনতে আজ জংশন ট্রাফিক গার্ড, পানীট্যাঙ্কি, ভক্তিনগর, জলপাই মোড়, বাগডোগরা, এনজেপি সহ বিভিন্ন ট্রাফিক গার্ডের ট্রাফিক আইসিদের পিওএস মেশিন প্রদান করেন কমিশনার গৌরব শর্মা।


এই বিষয়ে কমিশনার গৌরব শর্মা বলেন, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের কাছে আগে থেকেই পিওএস মেশিন ছিল, তবে সংখ্যায় কম ছিল।এর ফলে সমস্ত ট্রাফিকে অনলাইন চালান কাটা সম্ভব হচ্ছিল না।এই কারণে আজ বিভিন্ন ট্রাফিক গার্ডকে পিওএস মেশিন দেওয়া হল।এখন থেকে ট্রাফিক নিয়ম অমান্যকারীদের অনলাইনে চালান কাটা হবে।প্রয়োজন হলে আরও পিওএস মেশিন নিয়ে আসা হবে।    

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *