শিলিগুড়িতে অনলাইন দেহ ব্যবসার পর্দা ফাঁস, এক মহিলা সহ গ্রেফতার ৩

শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ শিলিগুড়িতে রমরমিয়ে চলছিল অনলাইন দেহ ব্যবসার কারবার।ঘটনার পর্দাফাঁস করলো শিলিগুড়ির মহিলা থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার চক্রের এক মহিলা সহ ৩ জন।ধৃতদের নাম চন্দা সাহা ওরফে জয়া(২৩), মিজানুর ইসলাম(২৭) এবং সম্রাট সরকার ওরফে বিক্রম(২৪)।


জানা গিয়েছে, বিহারের বাসিন্দা অখিলেশ কুমার দেহ ব্যবসা চালানোর জন্য একটি অনলাইন অ্যাপ তৈরি করেন।বিহার থেকেই প্রথমে এই কাজ শুরু করে সে।এরপর শিলিগুড়িতে এই ব্যবসা চালানোর জন্য চন্দা সাহা ওরফে জয়ার সঙ্গে কাজ শুরু করে।চন্দার মাধ্যমে শিলিগুড়িতে শুরু হয় অনলাইন দেহ ব্যবসার কারবার।প্রথমে অনলাইন অ্যাপের মাধ্যমে গ্রাহকদের মেয়েদের ছবি পাঠানো হত এরপর পছন্দ হলেই গ্রাহকের ঠিকানায় পাঠানো হত মেয়েদের।

এই অনলাইন দেহ ব্যবসার খবর পেয়েই তদন্ত শুরু করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মহিলা থানার পুলিশ।এরপর প্রধাননগর থানা অন্তর্গত এলাকা থেকে প্রথমে চন্দা সাহা ও পরে ভক্তিনগর থানা অন্তর্গত এলাকা থেকে মিজানুর এবং সম্রাটকে গ্রেফতার করে মহিলা থানার পুলিশ।ধৃত ৩ জনের বিরুদ্ধে আইটি অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আজ তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।  


মহিলা থানার পুলিশ প্রথম জানতে পারে শিলিগুড়িতে অনলাইন দেহ ব্যবসার মাস্টারমাইন্ড চন্দা সাহা।এই ব্যবসায় তাকে সহযোগিতা করছিল মিজানুর ইসলাম ও সম্রাট সরকার।মিজানুর ও সম্রাট মেয়েদের গ্রাহকদের কাছে নিয়ে যেত।তবে সম্রাট গোটা নেটওয়ার্কের টাকার হিসাব রাখতো বলে জানা গিয়েছে।

এই বিষয়ে এসিপি শুভেন্দ্র কুমার বলেন, মহিলা থানার পুলিশ অনলাইন দেহ ব্যবসার গ্যাং এর পর্দা ফাঁস করেছে।এই চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করতে অভিযান শুরু করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *