শিলিগুড়ি, ৬ সেপ্টেম্বরঃ ফের একবার শহরে অনলাইন জুয়ার পর্দাফাঁস করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি)।শিলিগুড়ি থানা অন্তর্গত ফুলেশ্বরী বাজারে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে এসওজি।ধৃতদের নাম রাম মন্ডল, মহম্মদ আলম, মানব দে এবং পরিমল দাস।ঘটনাস্থল থেকে ৮ হাজার ৮০০ টাকাও উদ্ধার করা হয়।
এসওজি সূত্রে জানা গিয়েছে, ধৃত ৪ জন মিলে ফুলেশ্বরী বাজারে ওয়ান ডিজিট লটারির কারবার চালাচ্ছিল।পুজোর আগে এই লটারির ব্যবসা রমরমা হয়ে উঠেছে।এই খবর পেতেই অভিযান চালায় এসওজি।গ্রেফতার করা হয় ৪ জনকে।ধৃতদের শিলিগুড়ি থানার হাতে তুলে দেওয়া হয়।এরপর আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করেছে পুলিশ।