অসহায় শিশুদের শিক্ষার আলো দেখিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে বিশেষ জায়গা পেলেন লিপি রায়

রাজগঞ্জ,১৫ জুলাইঃ অসহায় ছেলে-মেয়েদের শিক্ষার আলো দেখিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে বিশেষ জায়গা পেলেন রাজগঞ্জের লিপি রায়। রাজগঞ্জ ব্লকের পানিকাউরি অঞ্চলের চান্দরবাড়ি এলাকার বাসিন্দা নীলকান্ত রায়ের বড় মেয়ে লিপি রায় শিক্ষকতা করেন। অসহায় বাচ্চাদের কথা ভেবে ২০১৮ সালে শিক্ষালয় নামে একটি স্কুল চালু করেন।বর্তমানে সেখানে তিন শতাধিক ছেলে-মেয়ে পড়াশোনা করছে।


রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাইস্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাস করার পর ২০১৪ সালে রাজগঞ্জ কলেজ থেকে স্নাতক হন।এরপর ২০১৭ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয় নিয়ে মাস্টার্স করেন।২০১৮ সাল থেকে শিলিগুড়ি হিন্দি হাইস্কুলে শিক্ষকতা করছেন।লিপি সেখানেই কিছু অসহায় ছেলেমেয়েদের বিনামূল্যে টিউশন পড়াতেন।সেই সূত্রে তাদের বস্তিতে গিয়ে দেখেন শিক্ষা এবং পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে অনেক বাচ্চা বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে।ওই ধরনের বাচ্চাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে উদ্যোগ নেন শিলিগুড়ি হিন্দি হাই স্কুলের শিক্ষিকা লিপি রায়।

স্থানীয় কাউন্সিলারের সহযোগিতায় শিলিগুড়ির সন্তোষীনগরে শিক্ষালয় নামে একটি স্কুল চালু করেন।সেখানে বিনামূল্যে পড়ানোর পাশাপাশি বাচ্চাদের জন্য সপ্তাহ শেষে বিনামূল্যে খাবার এবং বস্ত্র ও স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাও করেন।তার ওই কাজের সুবাদে পুলিশ এবং স্বাস্থ্য কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ হয়।তার এই কাজের জন্যই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা পেয়েছেন বলে লিপি জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *