পণ্যবাহী ট্রাকে গবাদি পশু নিয়ে যাওয়ার অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার ১০

শিলিগুড়ি,১৯ ফেব্রুয়ারিঃ পণ্যবাহী ট্রাকে গবাদি পশু নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার ১০।শিলিগুড়ির ফুলবাড়িতে একটি কন্টেনার ও দুটি ট্রাক থেকে উদ্ধার ৮০টি গরু ও মহিষ। উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া থেকে এই গবাদি পশু অসমে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে।


সূত্রের খবর, সোমবার গভীর রাতে ফুলবাড়ি সীমান্তের ৫১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা অভিযান চালিয়ে একটি কন্টেনার ও দুটি ট্রাক আটক করে।এরপর তাতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৮০টি গরু ও মহিষ।

অন্যদিকে ধৃতদের কাছ থেকে ৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে ৪৮ হাজার ভারতীয় টাকা। গরু সহ উদ্ধার হওয়া জিনিষের মূল্য ৫২ লক্ষ ৬১ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু ও অন্যান্য জিনিস এনজেপি  থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে জানানো হয়। বুধবার ধৃত দশজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom girişcasibom giriş