শিলিগুড়ি, ১১ মেঃ লকডাউনে কাজ নেই।বাধ্য হয়ে হেটেই বাড়ির পথে শ্রমিকেরা।সঙ্গে ছোট ছোট শিশুরাও রয়েছে।অনেকেই না খেয়ে ঘণ্টার পর ঘণ্টা হেটে চলছেন।কবে বাড়ি ফিরতে পারবেন তা নিয়ে দুশ্চিন্তায় তারা।
এই অবস্থায় শ্রমিকদের দুর্দশার কথা ভেবে এগিয়ে এলেন শফিউর রহমান ও আরও অনেকেই।বেশকয়েকদিন ধরেই দলে দলে ফুলবাড়ি হয়ে কোচবিহার, অসম যাচ্ছেন প্রচুর শ্রমিক।রবিবার রাতে ফুলবাড়িতে রাস্তার পাশেই ছিলেন প্রচুর শ্রমিক। সোমবার সকালে সেই শ্রমিকদের দেখে খাবার দিতে এগিয়ে আসেন অনেকে। শফিউর রহমান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা খাবার দেন।