ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নবনির্মিত অক্সিজেন জেনারেটর প্ল্যান্টের উদ্বোধন

ইসলামপুর,২৩ জুলাইঃ ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নবনির্মিত অক্সিজেন জেনারেটর প্ল্যান্টের উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভার পৌর প্রশাসক কানাইয়ালাল আগরওয়াল।তার সঙ্গে ছিলেন উত্তর দিনাজপুর জেলার সিএমওইচ কার্তিক চন্দ্র মন্ডল,মহকুমাশাসক সপ্তর্ষি নাগ,ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপার সুরাজ সিনহা সহ বিভিন্ন আধিকারিক ও সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মীরা।  


কানাইয়ালাল আগরওয়াল বলেন, এই অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধনের ফলে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল অনেকটাই সমস্যা মিটবে।বাকি যে সমস্যাগুলি রয়েছে তা শীঘ্রই সমাধানের জন্য সিএমওএইচ এর সঙ্গে কথা হয়েছে।

অপরদিকে উত্তর দিনাজপুর জেলার সিএমওএইচ কার্তিক চন্দ্র মন্ডল জানান, উত্তর দিনাজপুর জেলায় অক্সিজেনের সেভাবে কোনো ঘাটতি নেই।তবে করোনার তৃতীয় ঢেউকে রুখতে আমরা প্রস্তুত এবং সেইজন্যই এই উদ্যোগ।এর ফলে সাধারণ মানুষ খুবই উপকৃত হবেন।


মহকুমাশাসক সপ্তর্ষি নাগ বলেন, প্রতিদিন ১০০টি অক্সিজেন সিলিন্ডার ভর্তি করার ক্ষমতা রাখে এই নতুন অক্সিজেন প্ল্যান্ট।এতে রোগীরা খুবই উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *