লকডাউনের জেরে পাচ্ছেন না ফসলের দাম, মাথায় হাত তিস্তার চরের কৃষকদের

রাজগঞ্জ, ১৬ জুনঃ আলু, পটল, লঙ্কা, ঝিঙে থেকে শুরু করে সব সবজিতেই লোকসান হয়েছে এবছর। এখন বাদাম ও ভুট্টাতেও লোকসান । মাথায় হাত রাজগঞ্জের গজলডোবা এলাকার তিস্তার চরের কৃষকদের।


রাজগঞ্জের গজলডোবা এলাকার তিস্তার চরের বাসিন্দারা সবজি চাষের উপর নির্ভরশীল।প্রতি মরশুমে কয়েক হাজার হেক্টর জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ হয়। ভিনরাজ্যেও পাড়ি দেয়  এই সবজি।কিন্তু এবছর লকডাউনের জেরে ক্ষতির মুখে তারা।

 তিস্তার চরের কৃষক প্রদীপ রায় বলেন, এবছর আলু, করলা, ঝিঙে, লঙ্কা সহ সব সবজিতেই লোকসান হয়েছে ।তাই লাভের আশায় ভুট্টা ও বাদাম চাষ করেছেন। ফলন ভালই হয়েছে, কিন্তু লকডাউনের জন্য দাম পাওয়া যাচ্ছে না ।


হারাধন দাস বলেন, ভুট্টা ও বাদামের ফলন ভালই হয়েছে। কিন্তু বৃষ্টি বেশি হওয়ায় জমিতে জল দাঁড়িয়ে গেছে। এতে কিছুটা ক্ষতি হলেও বাজারে দাম না পাওয়ায় আরও বেশি লোকসান হচ্ছে  সংসারের খরচ চালানোর পাশাপাশি মহাজনের ঋণ কিভাবে শোধ করব বুঝতে পারছিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *