ফাঁসিদেওয়া, ৬ সেপ্টেম্বরঃ পাচারের আগে ১১টি গরু উদ্ধার করল ফাঁসিদেওয়া থানার পুলিশ।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে ফাঁসিদেওয়া থানার অন্তর্গত ঝমকলাল জোত সংলগ্ন জাতীয় সড়কে অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ।পিকআপ ভ্যানটি থেকে উদ্ধার হয় ১১টি গরু।এদিকে অন্ধকারের সুযোগ নিয়ে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে খবর, গরু গুলিকে ফুলবাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।