ফাঁসিদেওয়াঃ ফের মহিষ পাচার রুখল পুলিশ। ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের মুরালিগঞ্জ চেকপোস্টের নাকা চেকিং চালানোর সময় একটি ডার্ক পার্সেলের গাড়ি আটক করে তল্লাশি চালায় পুলিশ। গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ২৬টি মহিষ।
ঘটনায় গাড়ির চালক ও সহকারী চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মহিষগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। মহিষগুলি বিহার থেকে অসম হয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল।
ধৃতদের নাম মহম্মদ আব্দুল্লাহ ও মহম্মদ আমিল। ধৃতরা উত্তর প্রদেশের বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।