খড়িবাড়ি,৭ জুলাইঃ পাচারের আগে হরিণের সিং সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ঘোষপুকুর বনদপ্তর।ধৃতের নাম সন্তোষ রায়।বিহারের বাসিন্দা।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে খড়িবাড়ি বাজারে হানা দেয় ঘোষপুকুর বনদপ্তর।এরপর সেখান থেকে হরিণের সিং সহ সন্তোষ রায়কে গ্রেফতার করে বনকর্মীরা।
ঘোষপুকুর বনদপ্তরের রেঞ্জার সোনম ভুটিয়া জানান, ২ লক্ষ টাকার বিনিময়ে হরিণের সিংটি মালবাজার থেকে বিহারে পাচারের ছক ছিল।ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।