সাহুডাঙ্গি মোড়ে পাকা রাস্তায় হাঁটু সমান জল, সমস্যায় ব্যবসায়ী ও বাসিন্দারা  

রাজগঞ্জ, ৩০ জুনঃ টানা বৃষ্টিতে জল জমে থাকার কারনে সমস্যায় রাজগঞ্জের সাহুডাঙ্গি মোড়ের ব্যবসায়ী ও পথচলতি মানুষ।বৃষ্টি হলেই জল জমে থাকছে পাকা রাস্তার উপর।তিন বছর থেকে এই সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন বাসিন্দারা।


সাহুডাঙ্গি ও আমবাড়ি হয়ে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি যাতায়াতের এটি বিকল্প রাস্তা।এছাড়া গজলডোবা ভোরের আলোতে যেতে এই রাস্তা দিয়েই যেতে হয়।প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে ওই রাস্তা দিয়ে। কিন্তু অল্প বৃষ্টি হলেই সাহুডাঙ্গি মোড়ে পাকা রাস্তায় প্রায় এক হাঁটু জল জমে যায়।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বৃষ্টি হলেই রাস্তার উপর জল দাঁড়িয়ে যায়।এমনকি দোকানেও জল ঢুকে যায়।জল জমে থাকায় গাড়ি চলাচলের সময় জল ছিটকে দোকানে ঢোকে।এছাড়া পথচলতি মানুষও চরম সমস্যায় পড়েন।নিকাশিনালা করার জন্য গ্রাম পঞ্চায়েত প্রধানকে লিখিতভাবে জানানো হয়েছে।গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।


এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান শশীচন্দ্র বর্মন বলেন, সাহুডাঙ্গি মোড়ে নিকাশি নালা করার জন্য জলপাইগুড়ি জেলা পরিষদে প্রকল্প জমা দেওয়া হয়েছে।তবে আপাতত জল বের করার জন্য চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *