প্যান-আধার লিঙ্কে টাকা নেওয়ার প্রতিবাদে ফুলবাড়িতে সভা আইএনটিটিইউসি’র

ফুলবাড়ি, ৯ মার্চঃ প্যান-আধার লিঙ্ক করার জন্য এক হাজার টাকা নেওয়ার প্রতিবাদে প্রতিবাদ সভা করলো তৃণমূলের আইএনটিটিইউসি শ্রমিক সংগঠন।রবিবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি মোড়ে এই সভা করা হয়।  


এই বিষয়ে ডাবগ্রাম- ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের আইএনটিটিইউসির ব্লক সভাপতি সুকান্ত কর জানান, কেন্দ্র সরকার বেআইনিভাবে প্যান-আধার লিঙ্ক করার জন্য এক হাজার টাকা করে নিচ্ছে।তার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লকে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সভা করা হচ্ছে।সেই মতে ফুলবাড়িতে এই প্রতিবাদ সভা করা হল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasibom girişcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibom