শিলিগুড়ি, ১৪ ফেব্রুয়ারিঃ শিলিগুড়ি পুরনিগম ও এসজেডিএর পক্ষ থেকে ঠাকুর পঞ্চানন বর্মার ১৫৭তম জন্মজয়ন্তী পালন করা হল।
এদিন শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে ঠাকুর পঞ্চানন বর্মার পূর্তিতে মাল্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, অন্যান্য মেয়র পারিষদ ও পুর আধিকারিক সহ অন্যান্যরা।
এদিন ঠাকুর পঞ্চানন বর্মার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন মেয়র গৌতম দেব।তিনি বলেন, ঠাকুর পঞ্চানন বর্মা কোচবিহারের একজন রাজবংশী নেতা, রাজনীতিবিদ, আইনজীবী, এবং সমাজ সংস্কারক ছিলেন।ঠাকুর পঞ্চানন, পঞ্চানন সরকার ও রায় সাহেব নামেও তিনি পরিচিত।তিনি রাজবংশী সম্প্রদায়ের মানুষদের মধ্যে ব্রাহ্মণ্য মূল্যবোধ ও রীতিনীতি পুনরায় জাগিয়ে তোলার জন্য ক্ষত্রিয় সভা প্রতিষ্ঠা করেছিলেন।