নকশালবাড়ি, ১ সেপ্টেম্বরঃ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা ও সাধারণ মানুষের পানীয় জল পরিষেবায় গুরুত্ব দিতে শুক্রবার নকশালবাড়ি ও খড়িবাড়ি ব্লকে নতুন বর্জ্য বহনকারী গাড়ি ও সৌরশক্তি চালিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হল।
এদিন নকশালবাড়ি বিডিও অফিসে ২টি বর্জ্য বহনকারী গাড়ি ও দুই ব্লকে চারটি সৌরশক্তি চালিত পানীয় জলের পরিষেবা উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহকুমা পরিষদের কর্মাদ্যক্ষ নলীনী রঞ্জন রায়, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ সহ অন্যান্যরা।
এই বিষয়ে সভাধিপতি অরুণ ঘোষ জানান, মহকুমা পরিষদকে পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ চলছে।আগামী দিনে ২২টি গ্রাম পঞ্চায়েতে ই-কার্ড পরিষেবা ও ট্রাক্টর প্রদান করা হবে।