খড়িবাড়ি, ২৬ মেঃ ফের মহিষ পাচার রুখল পুলিশ।খড়িবাড়ির কল্যাণপুরে নাকা চেকিং এর সময় ডাক পার্সেলের কনটেনার থেকে উদ্ধার হল ৩৭টি মহিষ।গ্রেফতার কনটেনারের চালক।
পুলিশ সূত্রে খবর, এদিন নাকা চেকিং এর সময় কনটেনারটিকে আটক করা হয়।তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মহিষ।মহিষের বৈধ নথী দেখতে চাওয়া হলে চালক কোন নথী দেখাতে পারেনি।মহিষগুলি বিহার থেকে অসম হয়ে বাংলাদেশে পাচার করার ফাঁদ ছিল।
ধৃত চালকের নাম মহম্মদ আলম, উত্তর প্রদেশের বাসিন্দা।আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।