শিলিগুড়ি, ৬ জানুয়ারিঃ উত্তরে নামছে তাপমাত্রার পারদ।জাঁকিয়ে পড়েছে শীত।এই ঠান্ডার মধ্যে রাস্তায় কুকড়ে থাকতে দেখা যায় পথ কুকুরদের।এই পরিস্থিতিতে পথ কুকুরদের জ্যাকেট পরালেন শিলিগুড়ির এক পশুপ্রেমী।
শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বাবুপাড়ার বাসিন্দা প্রিয়াঙ্কা মজুমদার এদিন ডাবগ্রাম,রবীন্দ্রনগর,লেকটাউন,বাবুপাড়া সহ বিভিন্ন এলাকার পথ কুকুরদের জ্যাকেট পরিয়ে দেন।এদিন ৩০টি পথ কুকুরকে জ্যাকেট পড়ানো হয়।ঠান্ডার হাত থেকে পথ কুকুরদের বাঁচাতেই এই উদ্যোগ।
এদিন পশুপ্রেমী প্রিয়াঙ্কা মজুমদার বলেন, শীতের রাতে ওরা প্রচন্ড কষ্ট পায়।নিজের সামর্থ্য মত পথ কুকুরদের জ্যাকেট পড়ালাম।এই শীতে পথ কুকুরদের তাড়িয়ে কিংবা গায়ে জল ঢেলে দেবেন না এমনটাই আবেদন জানান তিনি।পাশাপাশি সামর্থ অনুযায়ী পথ কুকুরদের খাবার দেওয়ার কথা বলেন তিনি।