নকশালবাড়ি, ৮ সেপ্টেম্বরঃ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অমান্য করে অবৈধভাবে মেচী নদী থেকে বালি পাথর তোলার অভিযোগে পাথরবোঝাই ট্রাক্টর সহ একজনকে গ্রেফতার করল নকশালবাড়ি থানার পুলিশ।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ি ব্লকের ঝাপুজোত এলাকায় অভিযান চালিয়ে পাথরবোঝাই ট্রাক্টর সহ চালককে গ্রেফতার করা হয়।ধৃতের নাম রাজেশ বর্মন(১৮), তাড়াবাড়ির বাসিন্দা।
ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।