প্রায় ১২০ কিমি পথ, তবে অসুবিধা নেই পায়ে হেটেই রওনা দিলেন তারা

শিলিগুড়ি,২০ আগস্টঃ লকডাউনে প্রায় ১২০ কিমি পথ হেটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন পরিযায়ী শ্রমিকেরা।এদের মধ্যে কেউ বা কাজের জন্য আটকে ছিলেন মালদায় আবার কেউ বা আটকে ছিলেন অসমে।


আজ সকালে তারা পৌছান শিলিগুড়িতে, গন্তব্য মাথাভাঙা।তবে আজ গোটা রাজ্যজুড়ে লকডাউন, ফলে শিলিগুড়ি পৌছে একরকম অবাক বনে যায় তারা। শহরজুড়ে বন্ধ সমস্ত গনপরিবহণ। এখন কি উপায়ে বাড়ি ফিরবেন?? এই প্রশ্ন জিজ্ঞেস করতেই মেলে এক মন কেমন করা উত্তর ‘গাড়ি না পেলে হেটেই বাড়ি ফিরব’।


এরা প্রত্যেকেই রাজ্য অথবা রাজ্যের বাইরে গিয়েছিল কাজের খোঁজে, কেউ কাজ পেয়েছে আবার কেউ পাননি। নিরাশ হয়ে আজ যখন বাড়ি ফিরছেন তখন আবার লকডাউন, মুখ ভারী করে তাই পায়ে হেটেই চললেন গন্তব্যের উদ্দেশ্যে। দেশজুড়ে লকডাউন চলাকালীন অনেকসময়ই এমন চিত্র নজরে এসেছিল, আজ আবারও লকডাউনে সেই একই চিত্র সামনে এল।

One thought on “প্রায় ১২০ কিমি পথ, তবে অসুবিধা নেই পায়ে হেটেই রওনা দিলেন তারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *