উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম ও জলের বোতল তুলে দিল  তৃণমূল ছাত্র পরিষদ

শিলিগুড়ি,১২ মার্চঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম ও জলের বোতল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানালো সূর্যসেন মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ।


এদিন  তরাই স্কুলের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে কলম ও জলের বোতল তুলে দেয় সংগঠনের সদস্যরা।মোট ৫০০ জন ছাত্রছাত্রীর হাতে কলম ও জলের বোতল তুলে দেওয়া হয়।


অন্যদিকে এদিন শিলিগুড়ি মুন্সি প্রেমচাঁদ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শিলিগুড়ি মহানন্দা বিদ্যামন্দির বিদ্যালয়ের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতেও কলম ও জল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayancasibomcasibom güncel girişcasibom güncelCasibomCasibom Girişholiganbetholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom giriş