শিলিগুড়ি, ২৮ নভেম্বরঃ বিয়ে করতে যাচ্ছিল ছোট ভাই।সেইসময়ই গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মঘাতী হল দাদা।ঘটনাটি ঘটেছে ৪১ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকায়।
জানা গিয়েছে, শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকার বাসিন্দা সন্তোষ গুপ্তার ছোট ভাইয়ের বিয়ে ছিল।বিয়ের জন্য বরযাত্রীও প্রায় তৈরি ছিল।এমনসময় সন্তোষ গুপ্তা তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার পর তড়িঘড়ি তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় সন্তোষের।মুহুর্তের মধ্যেই শোকের ছায়া নেমে আসে বিয়ে বাড়িতে।
পরিবারের তরফে জানা গিয়েছে, সন্তোষ অন্যান্যদের থেকে একদম আলাদা ছিল।কখন কি করতো তা কেউ জানতে পারতো না।এমনটা করবে তা কেউ ভাবতেও পারেনি।