শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন।নির্বাচন যত এগিয়ে আসছে ততই এলাকায় বাড়ছে অসামাজিক কর্মকান্ড।ফুলবাড়ি সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হল দুই অভিযুক্ত।ধৃতদের নাম রাজকুমার সাহানি(৩৮) এবং জলন্দর সাহানি(২৩)।রাজকুমার এনজেপির রাজাহোলি এবং জলন্দর প্রধাননগর থানা এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপ ফুলবাড়ি ক্যানেল রোড এলাকায় অভিযান চালায়।গ্রেফতার করা হয় দুজনকে।ধৃতদের তল্লাশি উদ্ধার হয় ৭.৬৫ এমএম পিস্তল, ৩ রাউন্ড তাজা কার্তুজ।দুটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।
আজ দুই অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।