প্লাস্টিকের বিনিময়ে চাল, উদ্যোগ শিলিগুড়ির কাউন্সিলরের

শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারিঃ ১১৯টি প্লাস্টিক ও একটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে মিলছে ১ কেজি চাল।প্লাস্টিক মুক্ত ওয়ার্ড গড়ে তুলতে অভিনব উদ্যোগ গ্রহন করলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বসু।


সিঙ্গেল ইউজ প্লাস্টিক বর্জন করে শহরকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহন করেছে শিলিগুড়ি পুরনিগম। প্রতিটি বাজার-হাটে প্লাস্টিক বর্জন করা নিয়ে লাগাতার প্রচার চালানো হচ্ছে। তবে এখনও পুরোপুরি বন্ধ হয় নি প্লাস্টিকের ব্যবহার।তাই প্লাস্টিক মুক্ত ওয়ার্ড গড়ে তুলতে অভিনব উদ্যোগ গ্রহন করলেন কাউন্সিলার অভয়া বসু।

শুক্রবার ২০ নম্বর ওয়ার্ডের বাগরাকোর্ট সংলগ্ন কাউন্সিলার কার্যালয়ের সামনে থেকে ১১৯টি প্লাস্টিক ও একটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে এক কেজি করে চাল প্রদান করেন কাউন্সিলার অভয়া বসু।উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভয়া বসু সহ অন্যান্যরা।


এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অন্যদিকে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, সিঙ্গেল ইউজ প্লাস্টিক কতটা ক্ষতিকারক সমাজের জন্য সেটাই তুলা ধরা হচ্ছে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে। পাশাপাশি সকলকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার বন্ধ করার আহ্বান জানান তিনি।

ওয়ার্ডের অনেকের বিপিএল কার্ড নেই, অনেকে বয়সের কারণে কাজ করতে পারচ্ছেন না, এই ধরনের কর্মসুচির মাধ্যমে তারাও সম্মানের সাথে চাল অর্জন করে বাড়িতে নিয়ে যেতে পারছেন।পাশাপাশি আগামীতেও প্লাস্টিক মুক্ত ওয়ার্ড গড়ে তুলতে লাগাতার এই কর্মসুচি চলবে বলে জানান ওয়ার্ডের কাউন্সিলার অভয়া বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *