শিলিগুড়ি,১৬ মার্চঃ শিলিগুড়ির শালবাড়িতে আশ্রম রোড এলাকায় প্লাইউড বোঝাই টোটো উল্টে মৃত্যু হল একাদশ শ্রেণীর এক ছাত্রীর।মৃত ছাত্রীর নাম জানকী ঠাকুর।ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, শালবাড়ির দামরাগ্রামের বাসিন্দা ওম প্রকাশ ঠাকুরের মেয়ে জানকী ঠাকুর।বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিল একাদশ শ্রেণীর ছাত্রী জানকী।সেইসময় প্লাইউড বোঝাই একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে জানকীর ওপরে উল্টে যায়।ঘটনায় গুরুতর জখম হয় জানকী।স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।অন্যদিকে টোটো চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এদিকে দুর্ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।যাত্রীবাহী টোটো'তে কি করে মাল বোঝাই করে নিয়ে যাওয়া হয় তা নিয়েও উঠছে প্রশ্ন।